সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১১ মে ২০২৪ ১৮ : ৩৭Sumit Chakraborty
অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে চিতাবাঘের আনাগোনা অব্যাহত। শুক্রবার চা বাগানের দুটি পৃথক এলাকায় চিতাবাঘের হামলায় ২ জন শ্রমিকের আহত হওয়ার ঘটনা ঘটে। শনিবারও চা বাগানের চারটি এলাকায় দেখা গেল চিতাবাঘ। ঘটনায় আতঙ্কিত শ্রমিকদের চিতাবাঘের হামলা থেকে বাঁচার কৌশল শেখাতে বনদপ্তরের পক্ষ থেকে দিনভর সচেতনতামূলক শিবির করা হল। পাশাপাশি চা বাগানের ঘুরে বেড়ানো চিতা বাঘগুলিকে চিহ্নিত করতে ওড়ানো হল ড্রোন, বিভিন্ন এলাকায় বসানো হ"ল চা ট্র্যাপ ক্যামেরা। খাঁচা পাতা হবে বলেও বনদপ্তরের আধিকারিকেরা জানালেন। শনিবার মোরাঘাট চা বাগানে চিতাবাঘের হামলায় আরোও এক মহিলা চা শ্রমিক আহত হলেন।
শুক্রবার লক্ষ্মীপাড়া চা বাগানের দুটি এলাকায় চিতাবাঘের হামলায় দুই জন শ্রমিক আহত হয়েছিলেন। বাগানের ভুট্টাবাড়ি এলাকায় বাগানে কাজ করার সময় বিষ্ণু ওরাওঁ (৩৮) আহত হন। এর কিছু সময় পর বাগানের ৭ নম্বর সেকশনে চিতাবাঘের হামলায় অম্বি ছেত্রী (৪৫) আহত হন। চা বাগানের শ্রমিকেরা দাবী করেন এই দুটি হামলা দুটি আলাদা চিতাবাঘের। বাগানে অনেকগুলি চিতাবাঘ ডেরা গেড়েছে বলে তারা বনদপ্তরের আধিকারিকদের জানান। এর পরই শনিবার দুপুরে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড, খুনিয়া স্কোয়ার্ড এবং চালসা রেঞ্জের আধিকারিক ও কর্মীরা চা বাগানে পৌঁছান। বন্য জন্তুদের উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ গাড়ি "ঐরাবত"ও নিয়ে আসা হয়। বনকর্মীরা চা বাগানে থাকাকালীনই বিভিন্ন এলাকায় চিতাবাঘের দেখা পাওয়ার খবর আসতে থাকে। চিতাবাঘের গতিবিধি জানতে এবং চা বাগানের মধ্যে নিরাপদে চলাফেরা করার জন্য বনকর্মীরা ড্রোনের সাহায্য নেন। বাগানের বিভিন্ন এলাকায় দেখা যাওয়া চিতা বাঘগুলি একটিই চিতা বাঘ, নাকি একাধিক চিতাবাঘ বাগানে ঘুরে বেড়াচ্ছে তা জানতে বন দফতরের পক্ষ থেকে বেশ কিছু ট্র্যাপ ক্যামেরা পাতা হয়। এই ক্যামেরায় চিতা বাঘের ছবি ধরা পড়লে তা বিশ্লেষণ করে চিতা বাঘের সংখ্যা এবং তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চিত ভাবে জানা যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে।
বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস জানান, জঙ্গলের পাশাপাশি চা বাগানও এখন চিতাবাঘের স্বাভাবিক বাসস্থানে পরিণত হয়েছে। ফলে সমস্ত চিতাবাঘকে ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসাটা সমস্যার সমাধান নয়। বেশ কয়েকটি সহজ পন্থা অবলম্বন করলেই চিতাবাঘ উপদ্রুত এলাকায় নিরাপদে কাজ করা যায়, হামলার আশঙ্কাও অনেকাংশেই কমে।
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা